ইয়োব 15 - কিতাবুল মোকাদ্দসইলীফসের দ্বিতীয় কথা: আইউব ধর্মনিন্দা করেছেন 1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন, 2 জ্ঞানবান কি বাতাসের মত জ্ঞান সহ জবাব দেবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করবে? 3 সে কি অনর্থক কথায় ঝগড়া করবে? সে কি নিষ্ফল কথা বলবে? 4 তুমি তো আল্লাহ্ভয় ছেড়ে দিচ্ছ, তাঁর কাছে মুনাজাত করা কমিয়ে দিয়েছ। 5 তোমারই মুখ তোমারই অপরাধ ব্যক্ত করে, তুমি ধূর্তভাবে কথা বলতে নিজেকে মনোনীত করছো। 6 তোমারই মুখ তোমাকে দোষী করছে, আমি নই; তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে। 7 মানুষের মধ্যে তুমি কি প্রথমজাত? পর্বতমালার আগে কি তোমার জন্ম হয়েছিল? 8 তুমি কি আল্লাহ্র গূঢ় মন্ত্রণা শুনেছ? সমস্ত প্রজ্ঞা কি তুমি সীমাবদ্ধ করেছ? 9 আমরা যা না জানি, এমন কিছু কি জান? আমাদের যা অজ্ঞাত, এমন কি বুঝ? 10 পক্ককেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন, তাঁরা তোমার পিতার চেয়েও বৃদ্ধ। 11 আল্লাহ্র সান্ত্বনা কথা কি তোমার জ্ঞানে ক্ষুদ্র? তোমার সঙ্গে কোমল আলাপ কি ক্ষুদ্র? 12 তোমার মন কেন তোমাকে বিপথে টানে? তোমার চোখ কেন ক্রোধ প্রকাশ করে? 13 তুমি তো আল্লাহ্র বিরুদ্ধে তোমার রূহ্ ফেরাচ্ছ, সেই রকম কথা মুখ থেকে বের করছে। 14 মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? স্ত্রীর গর্ভজাত মানুষ কি ধার্মিক হতে পারে? 15 দেখ, তিনি তাঁর পবিত্রগণেও বিশ্বাস করেন না, তাঁর দৃষ্টিতে আকাশও নির্মল নয়। 16 তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট, যে জন পানির মত অধর্ম পান করে, সে কি! 17 আমি তোমাকে বলি, আমার কথা শুন, আমি যা দেখেছি তা প্রচার করবো। 18 জ্ঞানীরা তা প্রকাশ করেছেন, তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি, 19 কেবল তাঁদেরকেই দেশ দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অপর লোক ভ্রমণ করতো না। 20 দুষ্কর্মকারী সারা জীবন কষ্ট পায়, দুর্দান্তের আয়ু নির্ধারিত আছে। 21 তার কর্ণকুহরে ত্রাসের আওয়াজ আছে, সুখের সময়ে বিনাশক তাকে আক্রমণ করে। 22 সে বিশ্বাস করে না যে, অন্ধকার থেকে সে ফিরে এল, সে তলোয়ারের জন্য নির্ধারিত। 23 সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তার সন্নিকট। 24 সঙ্কট ও মনস্তাপ তাকে ভয় দেখায়, যুদ্ধের সাজে সজ্জিত বাদশাহ্র মত বিপদ তার বিরুদ্ধে প্রবল হয়। 25 কারণ সে আল্লাহ্র বিরুদ্ধে হাত বাড়িয়েছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করেছে; 26 সে ঘাড় শক্ত করে তাঁর বিরুদ্ধে ধাবিত হচ্ছে; তার মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে। 27 যেহেতু সে নিজের মেদে মুখ ঢাকত, সে তার কোমর হৃষ্টপুষ্ট করতো; 28 সে বাস করতো উৎসন্ন নগরে, সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না, যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল। 29 সে ধনী হবে না, তার সম্পত্তি থাকবে না; তাদের ফল ভূমিতে নুইয়ে পড়বে না। 30 সে অন্ধকার থেকে প্রস্থান করবে না; আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে, সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে। 31 সে ভ্রান্ত হয়ে শূন্যতায় বিশ্বাস না করুক, কেননা অসারতাই তার বেতন হবে; 32 কালের আগেই তার পরিশোধ হবে, তার শাখা সতেজ হবে না। 33 আঙ্গুরলতার মত তার কাঁচা ফল ঝরে পড়বে, জলপাই গাছের মত তার ফুল ঝরে পড়বে। 34 দুষ্ট লোকদের মণ্ডলী বন্ধ্যা হবে, আগুন উৎকোচ-তাঁবুগুলো গ্রাস করবে। 35 তারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাদের উদরে প্রতারণা প্রস্তুত হয়। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh