ইয়োব 13 - কিতাবুল মোকাদ্দস1 দেখ, এসব আমি স্বচক্ষে দেখেছি, এসব স্বকর্ণে শুনে বুঝেছি। 2 তোমরা যা জান, আমিও জানি, আমি তোমাদের থেকে নিকৃষ্ট নই। 3 কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ্র সঙ্গে আমার মামলা নিয়ে তর্ক করতে চাই। 4 কিন্তু তোমরা তো কেবলই মিথ্যা কথা রচনা কর, তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক। 5 আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে, তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা। 6 আরজ করি, আমার যুক্তি শোন, আমার মুখনিঃসৃত তর্কে মন দাও। 7 তোমরা কি আল্লাহ্র পক্ষে অন্যায়পূর্ণ কথা বলবে? তাঁর পক্ষে কি প্রতারণাপূর্ণ কথা বলবে? 8 তোমরা কি তাঁর মুখাপেক্ষা করবে? আল্লাহ্র পক্ষে কি ঝগড়া করবে? 9 তিনি তোমাদের পরীক্ষা করলে কি মঙ্গল হবে? মানুষ যেমন মানুষকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁকে ভুলাবে? 10 তিনি তোমাদেরকে অবশ্য অনুযোগ করবেন, যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর। 11 তাঁর মহত্ব কি তোমাদেরকে ত্রাসযুক্ত করবে না? তাঁর ভয়ংকরতায় কি তোমরা ভয় পাও না? 12 তোমাদের স্মরণীয় শ্লোকমালা ছাইয়ের মত অর্থহীন, তোমাদের সমস্ত দুর্গ কাদার মত নরম। 13 নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যা হয় হোক। 14 আমি কেন নিজকে বিপদগ্রস্ত করবো? কেন আমার প্রাণ আমার হাতে রাখবো? 15 যদি তিনি আমাকে বধও করেন, তবুও আমি তাঁর অপেক্ষা করবো, কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো। 16 এও আমার উদ্ধারে পরিণত হবে; কেননা আল্লাহ্বিহীন লোক তাঁর সম্মুখে আসে না। 17 মনোযোগ দিয়ে আমার কথা শোন, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হোক। 18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম; আমি জানি যে, আমি নির্দোষ হবো। 19 বিচারে কে আমার প্রতিবাদ করবে? করলে আমি নীরব হয়ে প্রাণত্যাগ করবো। 20 তুমি কেবল দু’টি কাজ আমার প্রতি করো না, তাতে আমি তোমার সম্মুখ থেকে লুকাব না; 21 তোমার হাত আমা থেকে দূরে সরিয়ে নাও, তোমার ভীষণতা আমাকে ভয় না দেখাক; 22 তখন তুমি ডেকো, আমি উত্তর দেব, কিংবা আমি কথা বলবো, তুমি উত্তর দিও। 23 আমার অপরাধ ও গুনাহ্ কত? আমার অধর্ম ও গুনাহ্ আমাকে জানাও। 24 তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ? কেন আমাকে তোমার দুশমন বলে ভাবছ? 25 তুমি কি বায়ুচালিত পাতাকে ভয় দেখাবে? তুমি কি শুকনো ঘাসকে তাড়না করবে? 26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাচ্ছ; 27 তুমি আমার চরণ শিকল দিয়ে বেঁধে রেখেছ, আমার সমস্ত পথে লক্ষ্য রাখছ, আমার পাদমূলের চারদিকে সীমানা বাঁধছ। 28 আমি ক্ষয়শীল গলিত বস্তুর মত, আমি পোকায় কেটে ফেলা কাপড়ের মত। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh