ইয়োব 12 - কিতাবুল মোকাদ্দসহযরত আইউবের জবাব: আমি হাসির পাত্র হয়েছি 1 পরে আইউব জবাবে বললেন, 2 অবশ্য তোমরাই সেই লোক, যাদের সঙ্গে প্রজ্ঞা মরে যাবে! 3 কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে; তোমাদের থেকে আমি নিকৃষ্ট নই; বাস্তবিক, এরকম কথা কে না জানে? 4 আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি; আল্লাহ্কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে। 5 বিলাসী লোকেরা বিপদকে তুচ্ছ জ্ঞান করে; এই বিপদ তাদের জীবনে ঘটবে, শীঘ্রই যাদের চরণ পিছলে যাবে। 6 দস্যুদের তাঁবু শান্তিযুক্ত, আল্লাহ্কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে, আল্লাহ্ তাদের হাতে ধন দেন। 7 পশুদেরকে জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিক্ষা দেবে; আসমানের পাখিদেরকে প্রশ্ন কর, তারা তোমাকে বলে দেবে; 8 দুনিয়াকে বল, সে তোমাকে শিক্ষা দেবে, সমুদ্রের সমস্ত মাছ তোমাকে বলে দেবে। 9 এসব দেখে কে না জানে যে, মাবুদেরই হাতই এসব সম্পন্ন করেছে; 10 তাঁরই হাতে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির রূহ্ রয়েছে। 11 রসনা যেমন খাদ্যের আস্বাদ নেয়, তেমনি কান কি কথার পরীক্ষা করে না? 12 প্রাচীনদের কাছে প্রজ্ঞা আছে, দীর্ঘায়ু ব্যক্তির কাছে সৎ বিবেচনা আছে। 13 তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁরই। 14 দেখ, তিনি ভেঙ্গে ফেললে আর গড়া যায় না, তিনি মানুষকে রুদ্ধ করলে মুক্ত করা যায় না। 15 দেখ, তিনি পানি বন্ধ করে রাখলে তা শুকিয়ে যায়, পানি বর্ষণ করলে তা দুনিয়াকে লণ্ডভণ্ড করে। 16 বল ও বুদ্ধিকৌশল তাঁর, ভ্রান্ত ও ভ্রান্তি উৎপাদনকারী তাঁর। 17 তিনি মন্ত্রীদেরকে সর্বস্বহীন করে নিয়ে যান, তিনি বিচারকর্তাদের বুদ্ধি নাশ করেন, 18 তিনি বাদশাহ্দের কর্তৃত্ববন্ধন মুক্ত করেন, তাদের কোমরে বন্দীর কোমরবন্ধনী বেঁধে দেন, 19 ইমামদেরকে সর্বস্বহীন করে নিয়ে যান, প্রতাপশালীদের পদচ্যুত করেন। 20 তিনি বিশ্বস্তদের কথা অন্যথা করেন, বৃদ্ধদের বিবেচনা হরণ করেন। 21 তিনি কর্তাদের উপরে ঘৃণা ঢেলে দেন, বিক্রমীদের কোমরবন্ধনী খুলে ফেলেন। 22 তিনি অন্ধকার থেকে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন, মৃত্যুচ্ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন। 23 তিনি জাতিদেরকে মহান করেন, আবার বিনাশ করেন, জাতিদেরকে প্রসারিত করেন, আবার নিয়ে যান। 24 তিনি দুনিয়ার লোকদের নেতাদের হৃদয় হরণ করেন, পথহীন মরুভূমিতে তাদেরকে ভ্রমণ করান। 25 তারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়, তবুও আলো পায় না; তিনি তাদেরকে মাতালের মত ভ্রমণ করান। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh