Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

আদিপুস্তক 49 - কিতাবুল মোকাদ্দস


হযরত ইয়াকুব পুত্রদেরকে দোয়া করেন

1 পরে ইয়াকুব তাঁর পুত্রদেরকে ডেকে বললেন, তোমরা সমবেত হও, ভবিষ্যতে তোমাদের প্রতি যা ঘটবে তা তোমাদেরকে বলছি।

2 ইয়াকুবের পুত্ররা, সমবেত হও, শোন, তোমাদের পিতা ইসরাইলের কথা শোন।

3 রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।

4 তুমি যেন অশান্ত পানির মাতামাতি, তোমার প্রাধান্য থাকবে না; কেননা তুমি নিজের পিতার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল।

5 শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।

6 হে আমার প্রাণ! তাদের সভায় যেও না; হে আমার গৌরব! তাদের সভায় যোগ দিও না; কেননা তারা ক্রোধে খুন করলো, স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা কেটে দিল।

7 বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ, কেননা তা প্রচণ্ড; তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর; আমি তাদেরকে ইয়াকুবের বংশের মধ্যে ভাগ করবো, ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।

8 এহুদা, তোমার ভাইয়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার দুশমনদের ঘাড় ধরবে; তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।

9 এহুদা সিংহের বাচ্চা; বৎস, তুমি হরিণ শিকার থেকে উঠে আসলে; সে শয়ন করলো, ওৎ পেতে রইলো, সিংহের মত ও সিংহীর মত; কে তাকে ওঠাবে?

10 এহুদা থেকে রাজদণ্ড যাবে না, তার চরণযুগলের মধ্য থেকে বিচারদণ্ড যাবে না, যে পর্যন্ত শীলো না আসেন; সমস্ত জাতি তাঁরই অধীনতা স্বীকার করবে।

11 সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে, নিজের গাধার বাচ্চা বাঁধবে উত্তম আঙ্গুর লতায়; সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।

12 তার চোখ আঙ্গুর-রসের চেয়ে লাল, তার দাঁত দুধের চেয়ে সাদা।

13 সবূলূন সমুদ্রতীরে বাস করবে, তা পোতাশ্রয়ের তীর হবে, সিডন পর্যন্ত তার সীমা হবে।

14 ইষাখর বলবান গাধা, সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।

15 সে দেখলো, বিশ্রামস্থান উত্তম, দেখল, এই দেশ রমণীয়, তাই ভার বইতে কাঁধ পেতে দিল, আর করাধীন গোলাম হল।

16 দান তার লোকবৃন্দের বিচার করবে, ইসরাইলের এক বংশের মত।

17 দান পথে অবস্থিত সাপ, সে পথের মধ্যে অবস্থিত ফণী, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর ঘোড়সওয়ার ব্যক্তি উল্টে পিছনে পড়ে যায়।

18 মাবুদ, আমি তোমার উদ্ধারের অপেক্ষায় রয়েছি।

19 গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পশ্চাদ্ভাগে আঘাত করবে।

20 আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে; সে বাদশাহ্‌র উপাদেয় ভক্ষ্য যুগিয়ে দেবে।

21 নপ্তালি উন্মুক্তা হরিণী, সে মনোহর কথা বলে।

22 ইউসুফ ফলবান তরুশাখা, পানির কিনারার পার্শ্বস্থিত ফলবান তরুশাখা; তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।

23 তীরন্দাজেরা তাকে কঠোর কষ্ট দিয়েছিল, তীরের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;

24 কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো, তার বাহুযুগল বলবান রইলো, ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা, সেই পালকের নামে যিনি ইসরাইলের শৈল,

25 তোমার পিতার সেই আল্লাহ্‌র দ্বারা যিনি তোমার সহায়, সেই সর্বশক্তিমান আল্লাহ্‌ দ্বারা যিনি তোমাকে দোয়া করবেন— উপরিস্থ আসমান থেকে নিঃসৃত দোয়ায়, দুনিয়ার গভীরের উৎস থেকে নিঃসৃত দোয়ায়, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত দোয়ায়।

26 আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়ে তোমার পিতার দোয়া উৎকৃষ্ট। তা চিরন্তন পাহাড়গুলোর সীমা পর্যন্ত প্রসারিত; তা বর্তাবে ইউসুফের মাথায়, ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেন তাঁর মাথার তালুতে।

27 বিন্‌ইয়ামীন হিংস্র নেকড়ের মত; সকালে সে শিকারের পশু খাবে, সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।

28 এঁরা সকলে ইসরাইলের বারো বংশ; এঁদের পিতা দোয়া করার সময়ে এই সব কথা বললেন; এঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ দোয়া করলেন।


হযরত ইয়াকুবের ইন্তেকাল ও দাফন

29 পরে ইয়াকুব তাঁদেরকে হুকুম দিয়ে বললেন, আমি শীঘ্র আপন লোকদের কাছে গৃহীত হবো।

30 হিট্টিয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কেনান দেশে মম্রির সম্মুখস্থ মক্‌পেলা ক্ষেতে অবস্থিত; ইব্রাহিম হিট্টিয় ইফ্রোণের কাছ থেকে তা কবরস্থানের অধিকারের জন্য ক্রয় করেছিলেন।

31 সেই স্থানে ইব্রাহিমের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই স্থানে ইস্‌হাকের ও তাঁর স্ত্রী রেবেকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;

32 সেই ক্ষেত ও তার মধ্যবর্তী গুহা হেতের সন্তানদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল।

33 ইয়াকুব তাঁর পুত্রদের প্রতি নির্দেশ দেওয়া সমাপ্ত করার পর বিছানার উপর দুই পা একত্র করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে গৃহীত হলেন।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন