Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

হিতোপ 5 - কিতাবুল মোকাদ্দস


জেনা সম্বন্ধে সতর্কবাণী

1 বৎস, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও, আমার বুদ্ধির প্রতি কান দাও;

2 যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা কর, যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে।

3 কেননা জেনাকারী স্ত্রীর কথা থেকে মধু ক্ষরে, তার কথা তেলের চেয়েও স্নিগ্ধ;

4 কিন্তু তার শেষ ফল নাগদানার মত তিক্ত, দ্বিধার তলোয়ারের মত তীক্ষ্ন।

5 তার চরণ মৃত্যুর কাছে নেমে যায়, তার পদক্ষেপ পাতালে পড়ে।

6 সে জীবনের সমান পথ পায় না, তার সমস্ত পথ চঞ্চল; সে কিছু জানে না।

7 অতএব বৎসরা, আমার কথা শোন, আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।

8 তুমি সেই স্ত্রী থেকে তোমার পথ দূরে রাখ, তার বাড়ির দরজার কাছে যেও না;

9 পাছে তুমি নিজের সম্মান অন্যদেরকে দাও, নিজের আয়ু নির্দয় লোককে দাও;

10 পাছে অপর লোকে তোমার ধনে তৃপ্ত হয়, আর তোমার পরিশ্রমের ফল বিজাতীয়ের বাড়িতে থাকে;

11 পাছে শেষকালে তুমি অনুশোচনা কর, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়;

12 পাছে বল, ‘হায়, আমি উপদেশ ঘৃণা করেছি, আমার অন্তর তিরস্কার তুচ্ছ করেছে;

13 আমি নিজের গুরুদের কথা শুনি নি, নিজের শিক্ষকদের কথায় কান দিই নি;

14 সমাজ ও মণ্ডলীর মধ্যে হাতে পড়ে আমি প্রায় মারাই পড়েছিলাম।’


নিজের স্ত্রীতে আনন্দ কর

15 তুমি নিজের জলাশয়ের পানি পান কর, নিজের কূপের স্রোতের পানি পান কর।

16 তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে? পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?

17 সেটি কেবল তোমারই হোক, তোমার সঙ্গে অপর লোকের না হোক।

18 তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক, তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।

19 সে প্রেমিকা হরিণী ও কমনীয়া হরিণীর মত; তারই বুকে তুমি সর্বদা আপ্যায়িত হও, তার প্রেমে তুমি সতত মোহিত থাক।

20 বৎস, তুমি জেনাকারী স্ত্রীতে কেন মোহিত হবে? বিজাতীয়ার বক্ষ কেন আলিঙ্গন করবে?

21 মানুষের পথ তো মাবুদের দৃষ্টিগোচর; তিনি তার সকল পথ যাচাই করে দেখেন।

22 দুষ্ট নিজের অপরাধগুলোতে ধরা পড়ে, সে নিজের গুনাহ্‌-পাশে আট্‌কা পড়ে।

23 সে শাসনের অভাবে প্রাণ ত্যাগ করবে, নিজের অজ্ঞানতার আধিক্যে ভ্রান্ত হবে।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন