২ শমূয়েল 8:13 - বাংলা সমকালীন সংস্করণ13 লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে শেষ করে ফিরে আসার পর দাউদ বিখ্যাত হয়ে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর দাউদ অরামকে আক্রমণ করে ফিরে আসার সময় লবণ-উপত্যকায় আঠারো হাজার জনকে হত্যা করে অতিশয় বিখ্যাত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 লবণ উপত্যকায় আঠেরো হাজার ইদোমীক যুদ্ধে নিহত করে ফিরে এলে দাউদের খ্যাতি আর বেড়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর দায়ূদ অরামকে আঘাত করিয়া ফিরিয়া আসিবার সময় লবণ-তলভূমিতে অষ্টাদশ সহস্র জনকে বধ করিয়া অতিশয় নামলব্ধ হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দায়ূদ 18,000 অরামীয়কে লবণ উপত্যকায় পরাজিত করেন। যখন তিনি বাড়ী ফিরে এলেন তখন তিনি বিখ্যাত হয়ে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর দায়ূদ অরামকে আঘাত করে ফিরে আসবার দিন লবণ উপত্যকাতে আঠারো হাজার জনকে হত্যা করে খুব সুনাম অর্জন করলেন৷ অধ্যায় দেখুন |