Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 5:14 - বাংলা সমকালীন সংস্করণ

14 সেখানে তাঁর যেসব সন্তানের জন্ম হল তারা হল: শম্মূয়, শোবব, নাথন, শলোমন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 জেরুশালেমে তাঁর যেসব পুত্র জন্ম নিল তাদের নাম: সম্মূয়, শোবর, নাথন, সোলায়মান,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 জেরুশালেমে তাঁর যে সব পুত্রের জন্ম হয়েছিল তাদের নাম: শাম্মুয়, শোবব, নাথান, শলোমন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 যিরূশালেমে তাঁহার যে সকল পুত্র জন্মিল, তাহাদের নাম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 জেরুশালেমে দায়ূদের যে সব পুত্র জন্মেছিল তাদের নাম: সম্মূয়, শোবব, নাথন, শলোমন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 যিরূশালেমে তাঁর যে সব ছেলে জন্মাল, তাদের নাম; সম্মূয়, শোবব, নাথন, শলোমন,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 5:14
9 ক্রস রেফারেন্স  

যা তুমি সমস্ত জাতির দৃষ্টিগোচরে প্রস্তুত করেছ,


ও যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।


সেখানে তাঁর যেসব সন্তানের জন্ম হল, তাদের নাম হল: শম্মূয়, শোবব, নাথন, শলোমন,


যিভর, ইলীশূয়, নেফগ, যাফিয়,


নাথনের ছেলে অসরিয় জেলাশাসকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন; নাথনের ছেলে সাবূদ ছিলেন একজন যাজক ও রাজার পরামর্শদাতা;


দেশ বিলাপ করবে, গোষ্ঠীগুলি আলাদা আলাদাভাবে বিলাপ করবে, নিজেদের স্ত্রীদের সঙ্গে দাউদ কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, নাথন কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন