২ শমূয়েল 3:5 - বাংলা সমকালীন সংস্করণ5 ষষ্ঠ ছেলে যিত্রিয়ম, যিনি দাউদের স্ত্রী ইগ্লার সন্তান। দাউদের এইসব ছেলের জন্ম হল হিব্রোণে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এবং ষষ্ঠ যিত্রিয়ম, সে দাউদের স্ত্রী ইগ্লার সন্তান; দাউদের এসব পুত্রের জন্ম হেবরনে হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এবং ষষ্ঠ পুত্র যিথ্রিয়াম। তার মায়ের নাম ইগ্লা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এবং ষষ্ঠ যিত্রিয়ম, সে দায়ূদের স্ত্রী ইগ্লার সন্তান; দায়ূদের এই সকল পুত্রের জন্ম হিব্রোণে হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ষষ্ঠ সন্তানের নাম যিত্রিয়ম। যিত্রিয়মের মা ছিলেন দায়ূদের স্ত্রী ইগ্লা। দায়ূদের এই কটি সন্তান হিব্রোণে জন্মেছিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 এবং ষষ্ঠ যিত্রিয়ম, সে দায়ূদের স্ত্রী ইগ্লার ছেলে; দায়ূদের এই সব ছেলের হিব্রোণে জন্ম হল৷ অধ্যায় দেখুন |