২ শমূয়েল 3:19 - বাংলা সমকালীন সংস্করণ19 অবনের আবার আলাদা করে বিন্যামিনীয়দের সঙ্গেও কথা বললেন। পরে তিনি হিব্রোণে দাউদের কাছে সবকিছু বলতে গেলেন, যা ইস্রায়েল ও বিন্যামীনের কূলজাত সব লোকজন করতে চেয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর অব্নের বিন্ইয়ামীন-বংশের কাছেও সেই কথা বললেন। আর ইসরাইলের ও বিন্ইয়ামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যা ভাল মনে হল, অব্নের সেসব কথা দাউদের কাছে বলবার জন্য হেবরনে যাত্রা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 অবনের বিন্যামীন গোষ্ঠীর লোকদের কাছেও এই কথা বললেন। তারপর তিনি সমগ্র ইসরায়েলী জাতি ও বিন্যামীন গোষ্ঠীর সকলের ইচ্ছার কথা দাউদকে জানাবার জন্য হিব্রোণে দাউদের কাছে পৌঁছালে দাউদ তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর অব্নের বিন্যামীন বংশের কর্ণগোচরেও সেই কথা কহিলেন। আর ইস্রায়েলের ও বিন্যামীনের সমস্ত কুলের দৃষ্টিতে যাহা ভাল বোধ হইল, অব্নের সেই সকল কথা দায়ূদের কর্ণগোচরে বলিবার জন্য হিব্রোণে যাত্রা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এসব কথা অব্নের দায়ূদকে হিব্রোণে বলেছিল। এসব কথা সে বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকদের কাছেও বলেছিল। অব্নের যা বলেছিল সেগুলো বিন্যামীন পরিবারগোষ্ঠী এবং ইস্রায়েলের সব লোকদের কাছে ভাল লেগেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর অবনের বিন্যামীন বংশের কানের কাছেও সেই কথা বললেন৷ আর ইস্রায়েলের ও বিন্যামীনের সব বংশের চোখে যা ভালো মনে হল, অবনের সেই সব কথা দায়ূদের কানের কাছে বলার জন্য হিব্রোণে গেলেন৷ অধ্যায় দেখুন |