Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:28 - বাংলা সমকালীন সংস্করণ

28 অহোহীয় সল্‌মন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 অহোহীয় সল্‌মোন; নটোফাতীয় মহরয়;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 অহোহীয় সলমোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:28
7 ক্রস রেফারেন্স  

দশম মাসের জন্য দশম সেনাপতি হলেন নটোফাতীয় মহরয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।


যখন সৈন্যদলের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের লোকজনেরা শুনতে পেয়েছিলেন যে ব্যাবিলনের রাজা গদলিয়কে শাসনকর্তা নিযুক্ত করেছেন, তখন তারা—অর্থাৎ নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহর ছেলে যোহানন, নটোফাতীয় তন্‌হূমতের ছেলে সরায়, সেই মাখাতীয়ের ছেলে যাসনিয়, এবং তাদের লোকজন মিস্‌পাতে গদলিয়ের কাছে এলেন।


নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার ছেলে হেলদ,


তারা তখন মিস্‌পাতে গদলিয়ের কাছে এল। এদের মধ্যে ছিল নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রেরা এবং মাখাতীয়ের পুত্র যাসনিয় ও তাদের লোকেরা।


অবীশূয়, নামান, আহোহ,


নটোফার লোকেরা, 56 জন;


বেথলেহেম এবং নটোফার লোকেরা 188 জন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন