২ শমূয়েল 22:34 - বাংলা সমকালীন সংস্করণ34 তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন; উঁচু স্থানে দাঁড়াতে আমাকে সক্ষম করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তিনি তার চরণ হরিণীর চরণের মত করেন; আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তিনি আমার চরণযুগলে দিয়েছেন হরিণীচরণের ক্ষিপ্রতা, শৈল শিখরেও আমায় তিনি নিরাপদে রাখেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তিনি তাহার চরণ হরিণীর চরণবৎ করেন; আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 প্রভু আমাকে হরিণের মত দ্রুত দৌড়াতে সাহায্য করেন। উচ্চস্থানে তিনি আমায় অবিচল রাখেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তিনি তার পা হরিণীর পায়ের মত করেন; আমার উঁচু জায়গায় তিনিই আমাকে স্থাপন করেছেন। অধ্যায় দেখুন |