২ শমূয়েল 1:17 - বাংলা সমকালীন সংস্করণ17 শৌল ও তাঁর ছেলে যোনাথনের জন্য দাউদ এই বিলাপ-গীতটি গেয়েছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে দাউদ তালুতের ও তাঁর পুত্র যোনাথনের বিষয়ে বিলাপের এই গান গেয়ে মাতম করলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 দাউদ শৌল ও যোনাথনের জন্য এই বিলাপগাথা রচনা করলেন এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে দায়ূদ শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের বিষয়ে এই বিলাপ-গাথায় বিলাপ করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 শৌল ও যোনাথন সম্পর্কে দায়ূদ একটি শোক গীত গাইলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে দায়ূদ শৌলের ও তাঁর ছেলে যোনাথনের বিষয়ে এই বিলাপ গান গাইলেন অধ্যায় দেখুন |