২ রাজাবলি 15:34 - বাংলা সমকালীন সংস্করণ34 সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোথম তাই করলেন, ঠিক যেভাবে তাঁর বাবা উষিয়ও করেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 যোথম মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন; তাঁর পিতা উষিয় যে সমস্ত কাজ করতেন তিনিও সেই রকম কাজ করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 পিতা উজ্জিয়র আদর্শ অনুসরণ করে তিনি পরমেশ্বরের প্রীতিজনক আচরণ করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন; আপন পিতা উষিয়ের সমস্ত কার্য্যানুসারে কার্য্য করিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 যোথম তাঁর পিতা উষিয়ের মতোই প্রভু নির্দেশিত কাজকর্ম করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 যোথম সদাপ্রভুর চোখে যা কিছু ঠিক তাই করতেন। তিনি তাঁর বাবা উষিয়ের কাজ অনুসরণ করেন সমস্ত কাজ করতেন। অধ্যায় দেখুন |