২ বংশাবলি 35:6 - বাংলা সমকালীন সংস্করণ6 নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করো, ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করো ও মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছেন, সেই আদেশানুসারে সবকিছু করে তোমরা তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের জন্য মেষশাবকগুলি ঠিকঠাক করে রাখো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর ঈদুল ফেসাখের কোরবানী দাও ও নিজদেরকে পবিত্র কর এবং মূসা দ্বারা কথিত মাবুদের কালাম অনুসারে কাজ করবার জন্য তোমাদের ভাইদের জন্য আয়োজন কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তোমরা তারণোৎসবের মেষশাবক ও ছাগ বলি দেবে। কাজেই, আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি কর এবং বলিগুলোকে এমনভাবে সাজাও যাতে তোমাদের স্বজাতি ইসরায়েলীরা মোশির মাধ্যমে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসরণ করতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর নিস্তারপর্ব্বের বলি হনন কর ও আপনাদিগকে পবিত্র কর, এবং মোশি দ্বারা [কথিত] সদাপ্রভুর বাক্যমতে কার্য্য করণার্থে আপন ভ্রাতাদের জন্য আয়োজন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 নিস্তারপর্বের মেষগুলো বলি দাও, প্রভুর জন্য নিজেদের শুদ্ধ ও পবিত্র করে তোলো। তোমাদের ভাইদের জন্য মেষগুলো প্রস্তুত করে রাখো। এসো, প্রভু মোশির মাধ্যমে আমাদের যা যা করতে আদেশ দিয়েছেন আমরা সেই সব করি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আপনারা নিস্তারপর্ব্বের মেষগুলো বলি দেবেন বলে নিজেদের শুচি করুন এবং মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে নিজেদের ভাইয়েরা যাতে নিস্তারপর্ব্ব পালন করতে পারে তার ব্যবস্থা করুন।” অধ্যায় দেখুন |