২ বংশাবলি 33:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তিনি সদাপ্রভুর সেই মন্দিরে কয়েকটি বেদি তৈরি করলেন, যেটির বিষয়ে সদাপ্রভু বললেন, “আমার নাম জেরুশালেমে চিরকাল বজায় থাকবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর মাবুদ যে গৃহের উদ্দেশে বলেছিলেন, জেরুশালেমে আমার নাম চিরকাল থাকবে, মাবুদের সেই গৃহে তিনি কতকগুলো কোরবানগাহ্ তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তিনি মন্দিরের মধ্যে মূর্তিপূজার বেদী-নির্মাণ করলেন যে মন্দির প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য নির্দিষ্ট করে বলেছিলেন যে এখানে চিরদিন তাঁরই উপাসনা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, যিরূশালেমে আমার নাম চিরকাল থাকিবে, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভুর মন্দিরে, জেরুশালেমে যে মন্দিরে প্রভু আজীবন তাঁর উপস্থিতির চিহ্ন প্রকাশের বাসনা করেছিলেন, সেই মন্দিরে মনঃশি মূর্ত্তিদের বেদী স্থাপন করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যে ঘরের বিষয় সদাপ্রভু বলেছিলেন, “আমার নাম চিরকাল যিরূশালেমে থাকবে,” সদাপ্রভুর সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন। অধ্যায় দেখুন |