২ বংশাবলি 32:10 - বাংলা সমকালীন সংস্করণ10 “আসিরিয়ার রাজা সন্হেরীব একথাই বলেন: তোমরা কীসের উপর ভরসা করে জেরুশালেমে অবরুদ্ধ হয়ে বসে আছ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আসেরিয়ার বাদশাহ্ সন্হেরীব এই কথা বলেন, তোমরা কিসের উপর নির্ভর করছো যে, অবরোধ হওয়া জেরুশালেমের বাস করছো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি, সেনাখেরিব, আসিরিয়ার সম্রাট তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কোন ভরসায় জেরুশালেমের অবরুদ্ধ হয়ে বাস করছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 অশূর-রাজ সন্হেরীব এই কথা কহেন, তোমরা কিসের উপর নির্ভর করিতেছ যে, যিরূশালেমের দুর্গমধ্যে বাস করিতেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 “কোন্ বিশ্বাস এবং অবলম্বনের ওপর তোমরা ভরসা করছ যে তোমরা অবরুদ্ধ জেরুশালেমে রয়েছ? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 অশূর রাজা সনহেরীব এই কথা বলছেন, তোমরা কিসের উপর নির্ভর করে আছ যে কারণে তোমরা ঘেরাও হলেও যিরূশালেমেই থাকবে? অধ্যায় দেখুন |