২ বংশাবলি 3:4 - বাংলা সমকালীন সংস্করণ4 মন্দিরের সামনের দিকের বারান্দাটি ভবনের প্রস্থানুসারে নয় মিটার করে লম্বা ও উঁচু হল। ভিতরের দিকটি তিনি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর গৃহের সম্মুখস্থ বারান্দা গৃহের প্রস্থানুসারে বিশ হাত লম্বা ও এক শত বিশ হাত উঁচু হল; আর তিনি ভিতরে তা খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মন্দিরের সামনের বারান্দার দৈর্ঘ ছিল কুড়ি হাত অর্থাৎ সমগ্র মন্দিরের প্রস্থের সমান এবং উচ্চতায় একশো কুড়ি হাত। মন্দিরের কক্ষের দেওয়াল তিনি খাঁটি সোনার পাত দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর গৃহের সম্মুখস্থ বারাণ্ডা গৃহের প্রস্থানুসারে বিংশতি হস্ত দীর্ঘ ও এক শত বিংশতি হস্ত উচ্চ হইল; আর তিনি ভিতরে তাহা নির্ম্মল স্বর্ণে মুড়াইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 মন্দিরের সামনের গাড়ি বারান্দাটি উচ্চতায় ও দৈর্ঘ্যে ছিল 20 হাত। ভেতরের দিকের চত্বরটি শলোমন আগাগোড়া সোনায় মুড়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর গৃহের সামনের বারান্দা গৃহের প্রস্থ অনুসারে কুড়ি হাত লম্বা ও একশো কুড়ি হাত উঁচু হল; আর তিনি ভেতরে তা পরিষ্কার সোনা দিয়ে মুড়ে দিলেন৷ অধ্যায় দেখুন |