২ বংশাবলি 29:33 - বাংলা সমকালীন সংস্করণ33 বলিরূপে যেসব পশু উৎসর্গ করা হল, সেগুলির সংখ্যা দাঁড়িয়েছিল 600 বলদ ও 3,000 মেষ ও ছাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর ছয় শত ষাঁড় ও তিন হাজার ভেড়া পবিত্রীকৃত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 উপাসক প্রজাসাধারণের আহারের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তারা আরও ছয় হাজার বৃষ এবং তিন হাজার মেষ বলি দেবার জন্য এনেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর ছয় শত বৃষ ও তিন সহস্র মেষ পবিত্রীকৃত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 পবিত্র নৈবেদ্য হিসেবে নিবেদিত হল 600টি ষাঁড় ও 3000 মেষ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 উৎসর্গের জন্য যে সব পশু পবিত্র করা হলো সেগুলোর সংখ্যা হল ছয়শো ষাঁড় ও তিন হাজার ভেড়া। অধ্যায় দেখুন |