২ বংশাবলি 29:22 - বাংলা সমকালীন সংস্করণ22 অতএব তারা সেই বলদগুলি বধ করলেন, এবং যাজকেরা রক্ত নিয়ে তা বেদিতে ছিটিয়ে দিলেন; পরে তারা মদ্দা মেষগুলি বধ করলেন ও সেগুলির রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন; পরে তারা মেষশাবকগুলিও বধ করলেন ও সেগুলির রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 অতএব ষাঁড়গুলোকে জবেহ্ করার পর ইমামেরা তাদের রক্ত নিয়ে কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়াগুলোকে জবেহ্ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়ার বাচ্চাগুলোকে জবেহ্ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পুরোহিতেরা প্রথমে বৃষ, তারপরে মেষ ও পরে মেষশাবক বলি দিলেন এবং প্রত্যেকটি বলির রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 অতএব বৃষদিগকে হনন করা হইলে যাজকেরা তাহাদের রক্ত লইয়া বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষশাবকদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তাই যাজকরা প্রথমে ষাঁড়গুলি বলি দিয়ে প্রভুর বেদীতে সেই রক্ত ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 সুতরাং যাজকেরা প্রথমে সেই ষাঁড়গুলো কেটে তাদের রক্ত নিয়ে বেদির গায়ে ছিটিয়ে দিলেন; তারপর ভেড়াগুলো ও শেষে ভেড়ার বাচ্চাগুলো বলি দিয়ে সেগুলোর রক্তও বেদির উপর ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুন |