২ বংশাবলি 29:15 - বাংলা সমকালীন সংস্করণ15 তারা তাদের সমগোত্রীয় লেবীয়দের এক স্থানে একত্রিত করল ও ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গও করল। পরে তারা রাজার আদেশানুসারে, সদাপ্রভুর কথার বাধ্য হয়ে সদাপ্রভুর মন্দিরটিও শুচিশুদ্ধ করতে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 এসব লোক নিজেদের ভাইদেরকে একত্র করে নিজেদের পবিত্র করলো এবং মাবুদের কালাম অনুসারে ও বাদশাহ্র হুকুম অনুসারে মাবুদের গৃহ পাক-পবিত্র করতে এল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অন্যান্য সমস্ত লেবীয়দের একত্র করে আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচিশুদ্ধ করলেন। তারপর রাজার আদেশ অনুযায়ী প্রভু পরমেশ্বরের বিধান সম্মতভবে তাঁরা আনুষ্ঠানিকভাবে মন্দিরের শুদ্ধিকরণের কাজ আরম্ভ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এই সকল লোক আপনাদের ভ্রাতৃগণকে একত্র করিয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং সদাপ্রভুর বাক্যমতে রাজাজ্ঞানুসারে সদাপ্রভুর গৃহ শুচি করিতে আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তারপর তারা অন্যান্য সমস্ত লেবীয়দের একত্রে জড়ো করে প্রভুর মন্দির আনুষ্ঠানিকভাবে শোধন করার জন্য নিজেদের প্রস্তুত করলেন। রাজার মুখ দিয়ে প্রভুর যে আদেশ এসেছিল তা তাঁরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তাঁরা তাঁদের লেবীয় ভাইদের একত্রে জড়ো করলেন, সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের পবিত্র করলেন। তারপর সদাপ্রভুর কথামত রাজার আদেশ অনুযায়ী তাঁরা সদাপ্রভুর ঘর শুচি করবার জন্য ভিতরে গেলেন। অধ্যায় দেখুন |