২ বংশাবলি 28:7 - বাংলা সমকালীন সংস্করণ7 ইফ্রয়িমীয় এক যোদ্ধা সিখ্রি রাজপুত্র মাসেয়কে, প্রাসাদের তত্ত্বাবধায়ক কর্মকর্তা অস্রীকামকে, এবং রাজার পর দ্বিতীয় স্থানে থাকা ইল্কানাকে হত্যা করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর সিখ্রি নামে এক আফরাহীমীয় বিক্রমশালী লোক বাদশাহ্র পুত্র মাসেয়, বাড়ির নেতা অস্রীকাম ও বাদশাহ্র প্রধান আমত্য ইলকানাকে হত্যা করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সিখ্রি নামে একজন ইসরায়েলী সৈনিক আহসের পুত্র মাসেয়কে এবং রাজপ্রাসাদের অধ্যক্ষ অসরিকাম ও ইলকানাকে বধ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর সিখ্রি নামে এক জন ইফ্রয়িমীয় বিক্রমশালী লোক রাজার পুত্র মাসেয়কে, বাটীর অধ্যক্ষ অস্রীকামকে ও রাজার প্রধান অমাত্য ইল্কানাকে বধ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ইফ্রয়িম থেকে একজন শক্তিশালী যোদ্ধা সিখ্রি, আহসের পুত্র মাসেয়কে, প্রাসাদের অধ্যক্ষ অস্রীকামকে আর কর্তৃত্বে যিনি ছিলেন রাজার পরেই সেই ইল্কানাকে হত্যা করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর সিখ্রি নামে একজন ইফ্রয়িমীয় শক্তিশালী যোদ্ধা রাজার ছেলে মাসেয়কে ও রাজবাড়ীর ভার পাওয়া কর্মচারী অস্রীকামকে এবং রাজার পরে দ্বিতীয় জায়গা যিনি ছিলেন সেই ইলকানাকে মেরে ফেলল। অধ্যায় দেখুন |