২ বংশাবলি 22:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তিনিও আহাব বংশের মতো সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করতেন, কারণ তাঁর বাবার মৃত্যুর পর, তাঁর বিনাশার্থে তারাই তাঁর পরামর্শদাতা হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আহাব-কুল যেমন করতো, তেমনি মাবুদের সাক্ষাতে যা মন্দ, তিনি তা-ই করতেন; কেননা পিতার মৃত্যুর পরে তারাই তাঁর ক্ষতিকর মন্ত্রী হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পিতার মৃত্যুর পর রাজা আহাবের পরিবারের লোকেরা তাঁর পরামর্শদাতা হন এবং তাঁকে পতনের মুখে ঠেলে দেন, ফলে তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করতে থাকেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আহাব-কুল যেমন করিত, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন; কেননা পিতার মৃত্যুর পরে তাহারাই তাঁহার বিনাশজনক মন্ত্রী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 এবং তিনি আহাবের পরিবারের মত প্রভুর চোখে যা মন্দ তাই করেছিলেন, কারণ তাঁর পিতার মৃত্যুর পর তারাই তাঁর উপদেষ্টা হয়েছিল এবং তারা তাঁকে নষ্ট করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আহাবের বংশের লোকেরা যেমন করত, তেমনি সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন; কারণ বাবার মৃত্যুর পরে তারাই তাঁর ধ্বংসকারী মন্ত্রী হল। অধ্যায় দেখুন |