২ বংশাবলি 19:4 - বাংলা সমকালীন সংস্করণ4 যিহোশাফট জেরুশালেমে বসবাস করছিলেন, এবং তিনি আবার বের-শেবা থেকে শুরু করে ইফ্রয়িমের পাহাড়ি এলাকায় যত লোক বসবাস করত, তাদের কাছে গেলেন ও তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তাদের ফিরিয়ে এনেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর যিহোশাফট জেরুশালেমে বাস করলেন; পরে আবার বের্-শেবা থেকে পর্বতময় আফরাহীম প্রদেশ পর্যন্ত লোকদের মধ্যে যাতায়াত করে তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের পক্ষে তাদেরকে ফিরিয়ে আনলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজা যিহোশাফট জেরুশালেমে বাস করলেও নিয়মিত প্রজাদের কাছে যেতেন। দক্ষিণে বেরশেবা থেকে উত্তরে ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সমস্ত প্রজার কাছে গিয়ে তিনি তাঁদের পূর্বপুরুষের আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসার আহ্বান জানাতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যিহোশাফট যিরূশালেমে বসতি করিলেন; পরে আবার বের্-শেবা অবধি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ পর্য্যন্ত লোকদের মধ্যে যাতায়াত করিয়া তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে তাহাদিগকে ফিরাইয়া আনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 জেরুশালেমে থাকাকালীন যিহোশাফট আবার বের্-শেবা থেকে পার্বত্য দেশ ইফ্রয়িম পর্যন্ত লোকদের সঙ্গে মিশলেন এবং তাদের প্রভুর কাছে, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর যিহোশাফট যিরূশালেমে বাস করলেন; পরে আবার বের-শেবা থেকে পাহাড়ে ঘেরা ইফ্রয়িম দেশ পর্যন্ত লোকদের কাছে গিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর দিকে তাদের ফিরিয়ে আনলেন। অধ্যায় দেখুন |