২ বংশাবলি 12:13 - বাংলা সমকালীন সংস্করণ13 রাজা রহবিয়াম জেরুশালেমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলেন এবং রাজকার্য চালিয়ে গেলেন। তিনি একচল্লিশ বছর বয়সে রাজা হলেন, এবং সদাপ্রভু নিজের নাম স্থাপন করার জন্য ইস্রায়েলের সব বংশের মধ্যে থেকে আলাদা করে যে নগরটিকে মনোনীত করলেন, সেই জেরুশালেমে তিনি সতেরো বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম নয়মা; তিনি ছিলেন একজন অম্মোনীয়া। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 বাদশাহ্ রহবিয়াম জেরুশালেমে নিজেকে বলবান করে রাজত্ব করলেন; ফলত রহবিয়াম একচল্লিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করলেন এবং মাবুদ তাঁর নাম স্থাপন করার জন্য ইসরাইলের সমস্ত বংশের মধ্য থেকে যে নগর মনোনীত করেছিলেন, সেই জেরুশালেমে তিনি সতের বছর রাজত্ব করেন। তাঁর মায়ের নাম নয়মা, তিনি অম্মোনীয়া। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 রহবিয়াম জেরুশালেমের রাজত্বকালে তাঁর রাজক্ষমতা বৃদ্ধি করে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি একচল্লিশ বৎসর বয়সে রাজা হন এবং জেরুশালেমে সতেরো বৎসর রাজত্ব করেন। সমগ্র ইসরায়েল রাজ্যের মধ্যে এই জেরুশালেম নগরীকেই প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 রহবিয়াম রাজা যিরূশালেমে আপনাকে বলবান করিয়া রাজত্ব করিলেন; ফলতঃ রহবিয়াম একচল্লিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিলেন, এবং সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে ইস্রায়েলের সমস্ত বংশের মধ্য হইতে যে নগর মনোনীত করিয়াছিলেন, সেই যিরূশালেমে তিনি সতের বৎসর রাজত্ব করেন। তাঁহার মাতার নাম নয়মা, তিনি অম্মোনীয়া। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 রাজা রহবিয়াম এমশঃ জেরুশালেমে নিজেকে ক্ষমতাশালী রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি 41 বছর বয়সে রাজা হয়েছিলেন এবং ইস্রায়েলের সমস্ত অঞ্চলগুলির মধ্যে থেকে প্রভু যে স্থানটিতে নিজের নাম রাখার জন্য বেছে নিয়েছিলেন সেই জেরুশালেমে 17 বছর রাজত্ব করেছিলেন। রহবিয়ামের মা নয়মা ছিলেন একজন অম্মোনীয়া। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 রাজা রহবিয়াম যিরূশালেমে নিজেকে বলবান করে রাজত্ব করলেন; তার ফলে রহবিয়াম একচল্লিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করলেন এবং সদাপ্রভু নিজের নাম স্থাপনের জন্য ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে থেকে যে নগর মনোনীত করেছিলেন, সেই যিরূশালেমে তিনি সতেরো বছর রাজত্ব করেছিলেন। রহবিয়ামের মায়ের নাম নয়মা, তিনি অম্মোনীয়া। অধ্যায় দেখুন |