Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 11:7 - বাংলা সমকালীন সংস্করণ

7 বেত-সূর, সেখো, অদুল্লম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 বৈৎ-সুর, সেখো, অদুল্লম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 বৈৎ-সুর, সেখো, অদুল্লম, গাৎ, মারেশা, সীফ, অদোরয়িম,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 বৈৎ-সূর, সেখো, অদুল্লম,

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 11:7
9 ক্রস রেফারেন্স  

যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,


তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লমে পালিয়ে যাবে।


ফসল কাটার সময়, ত্রিশজন প্রধান যোদ্ধাদের মধ্যে তিনজন অদুল্লম গুহায় দাউদের কাছে এলেন, অন্যদিকে একদল ফিলিস্তিনী রফায়ীম উপত্যকায় শিবির করে বসেছিল।


দাউদ গাত ছেড়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন। তাঁর দাদারা ও তাঁর বাবার পরিবার-পরিজন যখন তা জানতে পারলেন, তখন তাঁরা সেখানে তাঁর কাছে পৌঁছে গেলেন।


হল্‌হূল, বেত-সূর, গদোর,


লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন


বেথলেহেম, ঐটম, তকোয়,


অন্যদিকে আবার ফিলিস্তিনীরা পাহাড়ের পাদদেশে ও যিহূদার নেগেভে অবস্থিত নগরগুলিতে হানা দিয়েছিল। তারা বেত-শেমশ, অয়ালোন ও গদেরোতের সাথে সাথে সোখো, তিম্না ও গিমসো এবং সেখানকার চারপাশের গ্রামগুলিও দখল করে সেগুলিতে বসবাস করতে শুরু করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন