২ বংশাবলি 11:22 - বাংলা সমকালীন সংস্করণ22 মাখার ছেলে অবিয়কে রাজা করার কথা ভেবে, রহবিয়াম অবিয়ের দাদা-ভাইদের মধ্যে থেকে তাঁকেই যুবরাজ পদে নিযুক্ত করে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে ভাইদের মধ্যে প্রধান করলেন, কারণ তাঁকেই বাদশাহ্ করতে তাঁর মনোবাসনা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এবং সমস্ত পুত্র কন্যাদের মধ্যে মাকাহর পুত্র অবিয়কে বেশি ভালবাসতেন ও তাকেই তাঁর সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে প্রধান, ভ্রাতৃগণের মধ্যে নায়ক করিলেন, কারণ তাঁহাকেই রাজা করিতে [তাঁহার মনোরথ ছিল]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তাঁর পুত্রদের মধ্যে রহবিয়াম অবিয়কে যুবরাজ, তার ভাইদের মধ্যে নেতা বলে ঘোষণা করেন কারণ তিনি তাকেই পরবর্তী রাজা করতে চেয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে রহবিয়াম মাখার ছেলে অবিয়কে প্রধান, ভাইদের মধ্যে নায়ক করলেন, কারণ তাঁকেই রাজা করার তাঁর ইচ্ছা ছিল। অধ্যায় দেখুন |