২ বংশাবলি 11:20 - বাংলা সমকালীন সংস্করণ20 পরে রহবিয়াম অবশালোমের মেয়ে সেই মাখাকে বিয়ে করলেন, যিনি তাঁর ঔরসে অবিয়, অত্তয়, সীষ ও শলোমীতের জন্ম দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তারপর তিনি অবশালোমের কন্যা মাখাকে বিয়ে করলেন; এই স্ত্রী তাঁর জন্য অবিয়, অত্তয়, সীষ ও শলোমীৎকে প্রসব করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 পরে তিনি বিবাহ করেন অবশালোমের কন্যা মাকাহকে। এঁদের চারটি পুত্র: অবিয়, আত্তাই, সিসা ও শেলোমিথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহার পরে তিনি অবশালোমের কন্যা মাখাকে বিবাহ করিলেন; এই স্ত্রী তাঁহার জন্য অবিয়, অত্তয়, সীষ ও শলোমীৎকে প্রসব করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এরপর, রহবিয়াম অবশালোমের কন্যা মাখাকে বিয়ে করেন। তাঁদের দুজনের পুত্রের নাম হল: অবিয়, অত্তয়, সীষ এবং শলোমীৎ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 তারপর তিনি অবশালোমের মেয়ে মাখাকে বিয়ে করলেন; এই স্ত্রী তাঁর জন্য অবিয়, অত্তয়, সীষ ও শলোমীতের জন্ম দিলেন। অধ্যায় দেখুন |