২ বংশাবলি 10:1 - বাংলা সমকালীন সংস্করণ1 রহবিয়াম শিখিমে গেলেন, কারণ সমগ্র ইস্রায়েল তাঁকে রাজা করার জন্য সেখানে পৌঁছেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁকে বাদশাহ্ করার জন্য সমস্ত ইসরাইল শিখিমে উপস্থিত হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 উত্তরাঞ্চলের ইসরায়েলীরা রহবিয়ামকে রাজপদে অভিষিক্ত করার জন্য শেখেমে একত্র হয়েছিলেন, তাই রহবিয়াম শেখেমে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1-3 ইস্রায়েলের সমস্ত লোক রহবিয়ামকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করবার জন্য শিখিমে জমায়েত হয়েছিল, তাই রহবিয়াম সেখানে গিয়েছিলেন। নবাটের পুত্র যারবিয়াম যখন একথা শুনলেন, তিনি মিশর থেকে যেখানে তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন, সেখানে ফিরে এলেন। ইস্রায়েলের উত্তরাঞ্চলের উপজাতিরা তাঁকেও তাদের সঙ্গে যোগ দিতে বলল। এবং তিনি ও ইস্রায়েলের সবাই রহবিয়ামের কাছে গিয়ে বললেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 রহবিয়াম শিখিমে গেলেন, কারণ তাঁকে রাজা করবার জন্য ইস্রায়েলীয়েরা সকলে শিখিমে উপস্থিত হয়েছিল। অধ্যায় দেখুন |