২ তীমথিয় 4:14 - বাংলা সমকালীন সংস্করণ14 ধাতু-শিল্পী আলেকজান্ডার আমার অনেক ক্ষতি করেছে। প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যে আলেকজাণ্ডার কাঁসার কাজ করে সে আমার বিস্তর অপকার করেছে; প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ধাতুশিল্পী আলেকজাণ্ডার আমার ভয়ানক ক্ষতি করেছে। প্রভুই তার কাজের প্রতিফল দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আলেক্সান্দর কাংস্যকার আমার বিস্তর অপকার করিয়াছে; প্রভু তাহার কর্ম্মের সমুচিত প্রতিফল তাহাকে দিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আলেকসান্দর যে পিতল ও তামার কাজ করে সে আমার অনেক ক্ষতি করেছে। প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যে আলেকসান্দর তামার কাজ করে, সে আমার অনেক ক্ষতি করেছে; প্রভু তার কাজের উচিত প্রতিফল তাকে দেবেন। অধ্যায় দেখুন |