২ তীমথিয় 2:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তাদের শিক্ষা দূষিত ক্ষতের মতো ছড়িয়ে পড়বে। হুমিনায় ও ফিলিত তাদেরই অন্তর্ভুক্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 এবং তাদের কথাবার্তা দুষ্ট ক্ষতের মত ছড়িয়ে পড়বে। এদের মধ্যে আছে হুমিনায় ও ফিলীত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এসব কথাবার্তা বিষাক্ত ক্ষতের মত ছড়িয়ে পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে। হুমিনায় ও ফিলীত তাহাদের মধ্যে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যারা এই ধরণের আলোচনা করে তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে। হুমিনায় ও কিলীত হল এই ধরণের লোক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তাদের কথাবার্তা পচা ঘায়ের মতো, যা আরো দিনের দিনের ক্ষয় করবে। হুমিনায় ও ফিলীতও তাদের মধ্য আছে। অধ্যায় দেখুন |