২ করিন্থীয় 11:16 - বাংলা সমকালীন সংস্করণ16 আমি আবার বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে। কিন্তু তোমরা যদি করো, তাহলে এক নির্বোধের মতোই আমাকে গ্রহণ করো, যেন আমিও কিছুটা গর্ব করতে পারি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আমি পুনর্বার বলছি, কেউ আমাকে যেন নির্বোধ মনে না করে; কিন্তু তোমরা যদি কর, তবে আমাকে নির্বোধ বলেই গ্রহণ কর যেন আমিও একটুখানি গর্ব করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি আবার বলছি, কেউ যেন মনে না করে যে আমি মূর্খ। কিন্তু তোমরা যদি তা-ই মনে কর, তাহলে আমাকে মূর্খ বলেই মেনে নাও। তাহলে আমিও অন্তত কিছু গর্ব করতে পারব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আমি পুনর্ব্বার বলিতেছি, কেহ আমাকে নির্ব্বোধ জ্ঞান না করুক; কিন্তু তোমরা যদি কর, তবে আমাকে নির্ব্বোধ বলিয়াই গ্রাহ্য কর, যেন আমিও একটু শ্লাঘা করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমি আবার বলছি, কেউ আমাকে মূর্খ মনে না করুক, কিন্তু যদি তোমরা মনে কর, তবে আমাকে মূর্খ বলেই গ্রহণ কর; তাতে আমিও একটু গর্ব করতে পারব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 কেউ যেন আমাকে বোকা মনে না করে, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই বোকা মনে কর, যেন আমিও একটু গর্ব বোধ করি। অধ্যায় দেখুন |