১ শমূয়েল 5:5 - বাংলা সমকালীন সংস্করণ5 ঠিক এই কারণে আজও পর্যন্ত না দাগোনের যাজকেরা আর না অন্য কেউ, অস্দোদে দাগোনের মন্দিরে প্রবেশ করে চৌকাঠ মাড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এজন্য দাগোনের পুরোহিত এবং আর যত লোক দাগোনের মন্দিরে প্রবেশ করে, তাদের মধ্যে আজ পর্যন্ত কেউ অস্দোদে অবস্থিত দাগোনের গোবরাটে পা দেয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এই জন্যই দাগোনের পুরোহিত কিম্বা দাগোন-মন্দির যাত্রীদের কেউ আজও আসদোদের দাগোন-মন্দিরের চৌকাঠ স্পর্শ করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এই নিমিত্ত দাগোনের পুরোহিত এবং আর যত লোক দাগোনের মন্দিরে প্রবেশ করে, তাহাদের মধ্যে অদ্য পর্য্যন্ত কেহ অস্দোদে স্থিত দাগোনের গোবরাটে পা দেয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এই কারণে, এমনকি, আজও দাগোনের মন্দিরের চৌকাঠে যাজক অথবা অন্যান্য লোকরা কেউই পা মাড়াতে চায় না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 এই জন্য দাগোনের পুরোহিত এবং আর যত লোক দাগোনের মন্দিরে ঢোকে, তাদের মধ্যে আজ পর্যন্ত কেউই অস্দোদে অবস্থিত দাগোনের চৌকাঠের উপর পা দেয় না। অধ্যায় দেখুন |