১ শমূয়েল 5:1 - বাংলা সমকালীন সংস্করণ1 ফিলিস্তিনীরা ঈশ্বরের সিন্দুকটি করায়ত্ত করার পর, তারা সেটিকে এবন-এষর থেকে অস্দোদে এনেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ফিলিস্তিনীরা আল্লাহ্র সিন্দুক নিয়ে এবন্-এষর থেকে অস্দোদে এনেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ফিলিস্তিনীরা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি অধিকার করে এবন-এষর থেকে আসদোদে নিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়া এবন্-এষর হইতে অস্দোদে আনিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 পলেষ্টীয়রা এবন্-এষর থেকে অস্দোদে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক নিয়ে এবন্ এষর থেকে অস্দোদে নিয়ে এসেছিল। অধ্যায় দেখুন |