১ শমূয়েল 4:9 - বাংলা সমকালীন সংস্করণ9 ফিলিস্তিনীরা, শক্তপোক্ত হও! পুরুষত্ব দেখাও, তা না হলে হিব্রুরা যেভাবে তোমাদের বশীভূত হয়েছিল, তোমরাও তাদের বশীভূত হয়ে পড়বে। পুরুষের মতো যুদ্ধ করো!” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 হে ফিলিস্তিনীরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইবরানীরা যেমন তোমাদের গোলাম হল, তেমনি তোমরা যেন ওদের গোলাম না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে ফিলিস্তিনীগণ সাহস অবলম্বন কর, পৌরুষের পরিচয় দাও। ঐ ইসরায়েলীরা যেমন তোমাদের দাসত্ব করে, তেমনি তোমরাও যাতে তাদের দাস না হও তার জন্য বীরত্বের পরিচয় দাও, যুদ্ধ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হইল, তদ্রূপ তোমরা যেন উহাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 হে পলেষ্টীয়রা, সাহস রাখো। বীরের মতো লড়াই করো। অতীতে ইব্রীয়রা ছিল আমাদের ক্রীতদাস। তাই বলছি, বীরের মতো লড়াই চালাও, নইলে তোমরাই তাদের ক্রীতদাস হবে!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হল, তেমনি তোমরা যেন তাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।” অধ্যায় দেখুন |