১ শমূয়েল 4:11 - বাংলা সমকালীন সংস্করণ11 সদাপ্রভুর সিন্দুকটি শত্রুদের হস্তগত হল, এবং এলির দুই ছেলে, হফনি ও পীনহস মারা গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর আল্লাহ্র সিন্দুক দুশমনদের হস্তগত হল এবং আলীর দুই পুত্র, হফ্নি ও পীনহস্ মারা পড়লো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ঘোরতর হত্যাকাণ্ড সংঘটিত হল এবং ইসরায়েল বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফ্নি ও পীনহস, মারা পড়িল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিনিয়ে নিয়ে এলির পুত্র হফ্নি আর পীনহসকে হত্যা করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেল এবং এলির দুই ছেলে, হফ্নি ও পীনহস, মারা পড়ল। অধ্যায় দেখুন |