১ শমূয়েল 28:22 - বাংলা সমকালীন সংস্করণ22 এখন দয়া করে আপনার দাসীর কথা শুনুন ও আপনাকে কিছু খাবার দিতে দিন যেন সেই খাবার খেয়ে আপনি ফিরে যাওয়ার শক্তি লাভ করেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 অতএব আরজ করি, এখন আপনিও এই বাঁদীর কথা রাখুন; আমি আপনার সম্মুখে কিঞ্চিৎ খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তা হলে পথে চলবার সময়ে শক্তি পাবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দয়া করে এখন আপনার দাসীর কথা আপনি শুনুন। আপনাকে কিছু খাবার এনে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, তাহলে চলার শক্তি পাবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 অতএব বিনয় করি, এখন আপনিও এই দাসীর কথা রাখুন; আমি আপনার সম্মুখে কিঞ্চিৎ খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তাহা হইলে পথে চলিবার সময়ে শক্তি পাইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এখন দয়া করে আমার কথা শুনুন। আমি আপনাকে কিছু খেতে দিচ্ছি। আপনি খেয়ে শক্তি সঞ্চয় করুন যাতে পথে চলতে ফিরতে পারেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 অতএব অনুরোধ করি, এখন আপনিও এই দাসীর কথা রাখুন; আমি আপনার সামনে কিছু খাবার রাখি, আপনি ভোজন করুন, তা হলে পথে চলবার দিন শক্তি পাবেন।” অধ্যায় দেখুন |