১ শমূয়েল 22:16 - বাংলা সমকালীন সংস্করণ16 কিন্তু রাজামশাই বললেন, “অহীমেলক, তোমাকে মরতেই হবে, তোমাকে আর তোমার পুরো পরিবারকেই মরতে হবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কিন্তু বাদশাহ্ বললেন, হে অহীমেলক, তোমাকে ও তোমার সমস্ত পিতৃকুলকে মরতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কিন্তু রাজা বললেন, শোন অহিমেলক, তোমার ও তোমার বংশের সমস্ত লোকের মৃত্যু সুনিশ্চিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কিন্তু রাজা কহিলেন, হে অহীমেলক, তোমাকে ও তোমার সমস্ত পিতৃকুলকে মরিতে হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তবু রাজা বললেন, “অহীমেলক, তুমি আর তোমার আত্মীয়স্বজন সকলকেই মরতে হবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 কিন্তু রাজা বললেন, “হে অহীমেলক, তোমাকে ও তোমার সব বাবার বংশকে মরতে হবে৷” অধ্যায় দেখুন |