১ শমূয়েল 20:28 - বাংলা সমকালীন সংস্করণ28 যোনাথন তাঁকে উত্তর দিলেন, “বেথলেহেমে যাওয়ার জন্য দাউদ আমার কাছে আন্তরিকভাবে অনুমতি চেয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 যোনাথন তালুতকে জবাবে বললেন, দাউদ বেথেলহেমে যাবার জন্য আমার কাছে অনেক মিনতি করেছিল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যোনাথন বললেন, দাউদ বেথলেহেমে যাওয়ার অনুমতি চেয়ে আমার কাছে একান্তভাবে অনুরোধ করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যোনাথন শৌলকে উত্তর করিলেন, দায়ূদ বৈৎলেহমে যাইবার জন্য আমার কাছে অনেক বিনতি করিয়াছিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যোনাথন বলল, “দায়ূদ আমাকে বলেছিল ও বৈৎলেহমে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যোনাথন উত্তরে বললেন, “দায়ূদ বৈৎলেহমে যাবার অনুমতি চেয়ে আমাকে খুব মিনতি করেছিল। অধ্যায় দেখুন |