১ শমূয়েল 17:14 - বাংলা সমকালীন সংস্করণ14 দাউদ ছিলেন সবচেয়ে ছোটো। বড়ো তিনজন শৌলের অনুগামী হলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দাউদ ছিলেন কনিষ্ঠ পুত্র; আর সেই বড় তিন জন তালুতের অনুগামী হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দাউদ ছিলেন সকলের ছোট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 দায়ূদ কনিষ্ঠ ছিলেন; আর সেই বড় তিন জন শৌলের অনুগামী হইয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সবচেয়ে যে ছোট তার নাম দায়ূদ। ওঁর তিন দাদা শৌলের সৈন্যদলে যোগ দিয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 দায়ূদই ছিলেন সবার ছোট; আর সেই তিনজন শৌলের সঙ্গে গিয়েছিল, অধ্যায় দেখুন |