১ শমূয়েল 15:25 - বাংলা সমকালীন সংস্করণ25 এখন আমি আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি সদাপ্রভুর আরাধনা করতে পারি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 এখন আরজ করি, আমার গুনাহ্ মাফ করুন ও আমার সঙ্গে ফিরে আসুন; আমি মাবুদকে সেজ্দা করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 দয়া করে আমার পাপ মার্জনা করুন। আমার সঙ্গে ফিরে চলুন, আমি যাতে প্রভু পরমেশ্বরের অর্চনা করতে পারি তার ব্যবস্থা করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 এখন বিনয় করি, আমার পাপ ক্ষমা করুন, ও আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি সদাপ্রভুকে প্রণিপাত করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 আমার এই পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি প্রভুকে উপাসনা করতে পারি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 এখন অনুরোধ করি আমার পাপ ক্ষমা করে দিন, আর আমার সঙ্গে চলুন, আমি সদাপ্রভুর উপাসনা করব।” অধ্যায় দেখুন |