১ শমূয়েল 14:44 - বাংলা সমকালীন সংস্করণ44 শৌল বললেন, “যোনাথন, তুমি যদি মারা না যাও, তবে ঈশ্বর যেন আমায় আরও বেশি শাস্তি দেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 তালুত বললেন, আল্লাহ্ অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন; যোনাথন, তোমাকে অবশ্য মরতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 শৌল বললেন, ঈশ্বরের দিব্য, যোনাথন তোমাকে অবশ্যই মরতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 শৌল কহিলেন, ঈশ্বর অমুক ও ততোধিক দণ্ড দিউন; যোনাথন, তুমি অবশ্য মরিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 শৌল বললেন, “আমি যে প্রতিশ্রুতি করেছি। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ঈশ্বর আমাকে শাস্তি দেবেন। সুতরাং যোনাথন মরবেই।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 শৌল বললেন, “ঈশ্বর তোমাকে তেমন ও তার বেশি শাস্তি দিন; যোনাথন, তুমি অবশ্যই মারা যাবে।” অধ্যায় দেখুন |