১ শমূয়েল 10:25 - বাংলা সমকালীন সংস্করণ25 শমূয়েল লোকজনের কাছে রাজপদের অধিকার ও দায়িত্ব-কর্তব্যগুলি ব্যাখ্যা করে দিলেন। একটি পুঁথিতে সেগুলি লিখে রেখে তিনি সেটি সদাপ্রভুর সামনে গচ্ছিত রাখলেন। পরে শমূয়েল নিজের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য লোকদের অনুমতি দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পরে শামুয়েল লোকদের রাজতন্ত্রের নিয়ম-কানুন বললেন এবং তা পুস্তকে লিখে মাবুদের সম্মুখে রাখলেন। আর শামুয়েল সমস্ত লোককে তাদের নিজ নিজ বাড়িতে বিদায় করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 পরে শমুয়েল জনগণের কাছে রাজার অধিকার ও কর্তব্যের বিষয় ব্যাখ্যা করলেন এবং সেগুলি একটি পুস্তকে লিপিবদ্ধ করে পবিত্র স্থানে রেখে দিলেন। তারপর শমুয়েল সমস্ত লোককে বিদায় দিলে তারা নিজেদের বাড়িতে ফিরে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরে শমূয়েল লোকদিগকে রাজনীতি কহিলেন, এবং তাহা পুস্তকে লিখিয়া সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। আর শমূয়েল সমস্ত লোককে আপন আপন বাটীতে বিদায় করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 শমূয়েল তাদের সমস্ত রাজকীয় নিয়ম ও বিধিগুলি বুঝিয়ে দিল। সে সেগুলো একটা বইয়ে লিখে রাখল। পরে প্রভুর সামনে সেই বইখানি রেখে শমূয়েল সবাইকে বাড়ি চলে যেতে বলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 পরে শমূয়েল লোকদেরকে রাজ্য শাসনের নিয়ম-কানুনগুলো বললেন এবং সেগুলো একটা বইয়ে লিখে সদাপ্রভুর সামনে রাখলেন। তারপর শমূয়েল সমস্ত লোককে যার যার বাড়িতে পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুন |