Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 9:18 - বাংলা সমকালীন সংস্করণ

18 বালৎ, ও তাঁর দেশের অন্তর্গত মরুভূমিতে অবস্থিত তামর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 এবং বালৎ, আর দেশের মরুভূমিস্থ তামর,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 বালেথ, যিহুদীয়ার প্রান্তরের তামর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 এবং বালৎ, আর দেশের প্রান্তরস্থ তামর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 বালত্‌ ও তামর মরু শহর দুটি বানিয়ে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 বালৎ, যিহূদার মরু এলাকার তামর,

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 9:18
4 ক্রস রেফারেন্স  

ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,


এছাড়াও তিনি মরুভূমিতে তামর নগরটি তৈরি করলেন এবং হমাতেও সবকটি ভাঁড়ার-নগর তৈরি করলেন।


তথা তাঁর সব গুদাম-নগর এবং তাঁর রথ ও ঘোড়া রাখার জন্য কয়েকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।


দক্ষিণ দিকের সীমানা মরুসাগরের তামর থেকে কাদেশের মরীবার জল পর্যন্ত গিয়ে মিশরের মরা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে। এটিই হবে দক্ষিণের সীমানা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন