১ রাজাবলি 5:10 - বাংলা সমকালীন সংস্করণ10 এইভাবে হীরম শলোমনের চাহিদানুসারে তাঁকে দেবদারু ও চিরহরিৎ গাছের কাঠ সরবরাহ করে যাচ্ছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 এভাবে হীরম সোলায়মানের সমস্ত বাসনা অনুসারে এরস কাঠ ও দেবদারু কাঠ দিতে লাগলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 হীরাম এইভাবে শলোমনের চাহিদামত সমস্ত সীডার দেবদারু কাঠ সরবরাহ করতে লাগলেন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 এইরূপে হীরম শলোমনের সমস্ত বাসনানুসারে এরসকাষ্ঠ ও দেবদারুকাষ্ঠ দিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10-11 একাজের জন্য শলোমন প্রতি বছর হীরম ও তাঁর পরিবারবর্গের জন্য প্রায় 120,000 বুশেল গম, 120,000 গ্যালন খাঁটি তেল পাঠাতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 ফলে হীরম শলোমনের চাহিদামত সমস্ত এরস ও দেবদারু কাঠ দিতে লাগলেন, অধ্যায় দেখুন |