১ রাজাবলি 4:6 - বাংলা সমকালীন সংস্করণ6 অহীশার ছিলেন রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক; অব্দের ছেলে অদোনীরাম বেগার শ্রমিকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর অহীশার বাড়ির নেতা এবং অব্দের পুত্র অদোনীরাম বাদশাহ্র কর্মাধীন গোলামদের নেতা ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 অহিসার ছিলেন রাজপ্রসাদের অধ্যক্ষ। অবদের পুত্র অদোনিরাম ছিলেন বাধ্যতামূলকভাবে শ্রমিকদের নিয়োগকর্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর অহীশার বাটীর অধ্যক্ষ, এবং অব্দের পুত্র অদোনীরাম [রাজার] কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 অহীশারের ওপর রাজপ্রাসাদের সব কিছুর তত্ত্বাবধান করবার দায়িত্ব ছিল। অব্দের পুত্র অদোনীরামের কাজ ছিল শ্রমিকদের খবরদারি করা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ। অধ্যায় দেখুন |