Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:14 - বাংলা সমকালীন সংস্করণ

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ইদ্দোর পুত্র অহিনাদব: মহনায়িম অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 ইদ্দোরের পুত্র অহীনাদব ছিলেন মহনয়িমের শাসক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:14
7 ক্রস রেফারেন্স  

দাউদ যখন মহনয়িমে এলেন তখন অম্মোনীয়দের রব্বা নগর থেকে নাহশের ছেলে শোবি, ও লো-দবার থেকে অম্মীয়েলের ছেলে মাখির, এবং রোগলীম থেকে গিলিয়দীয় বর্সিল্লয়


দাউদ মহনয়িমে গেলেন, ও অবশালোম ইস্রায়েলের সব লোকজনকে সঙ্গে নিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।


ইতিমধ্যে, শৌলের সৈন্যদলের সেনাপতি, নেরের ছেলে অবনের শৌলের ছেলে ঈশ্‌বোশতকে মহনয়িমে এনে তুলেছিলেন।


এবং হিষ্‌বোন থেকে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল;


যাকোব যখন তাঁদের দেখলেন, তিনি তখন বললেন, “এ হল ঈশ্বরের শিবির!” অতএব তিনি সেই স্থানটির নাম রাখলেন মহনয়িম।


গাদ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ গিলিয়দের রামোৎ (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর), মহনয়িম,


গিলিয়দে বসবাসকারী মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপর: সখরিয়ের ছেলে যিদ্দো; বিন্যামীন গোষ্ঠীর উপর: অবনেরের ছেলে যাসীয়েল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন