১ রাজাবলি 20:16 - বাংলা সমকালীন সংস্করণ16 বিন্হদদ ও তাঁর মিত্রপক্ষের বত্রিশজন রাজা যখন দুপুরবেলায় তাঁবুতে মাতাল হয়ে পড়েছিলেন, তখনই তারা রওনা হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে তারা মধ্যাহ্নকালে বের হল। তখন বিনহ্দদ ও অন্য বাদশাহ্রা, তাঁর সহায় বত্রিশ জন বাদশাহ্, কুটিরে কুটিরে পান করে মাতাল হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 দুপুরবেলায় তারা আক্রমণ শুরু করল।বেন-হদদ তখন তাঁর মিত্র পক্ষের বত্রিশজন রাজাকে নিয়ে তাঁবুর মধ্যে মদ্যপানে মত্ত ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে তাহারা মধ্যাহ্নকালে বাহির হইল। তখন বিন্হদদ ও অন্য রাজগণ, তাঁহার সহায় বত্রিশ জন রাজা, কুটীরে কুটীরে পান করিয়া মত্ত হইয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 দুপুর বেলায় যখন বিন্হদদ ও অন্যান্য 32 জন রাজা দ্রাক্ষারস পান করে তাঁবুতে বেহুঁশ হয়ে পড়েছিলেন সে সময়ে রাজা আহাব আক্রমণ শুরু করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তারা দুপুর বেলায় বেরিয়ে পড়ল। বিনহদদ ও তাঁর সঙ্গে যুক্ত বত্রিশজন রাজা তাদের তাঁবুর মধ্যে পান করে মাতাল হয়েছিলেন। অধ্যায় দেখুন |