১ রাজাবলি 20:12 - বাংলা সমকালীন সংস্করণ12 বিনহদদ ও অন্যান্য রাজারা যখন তাঁবুতে বসে মদ্যপান করছিলেন, তখনই তিনি এই খবরটি পেয়েছিলেন, এবং তিনি তাঁর লোকজনকে আদেশ দিলেন: “আক্রমণ করার জন্য প্রস্তুত হও।” অতএব তারা নগরটি আক্রমণ করার জন্য প্রস্তুত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 বিন্হদদের কাছে এই সংবাদ গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্য বাদশাহ্রা কুটিরে কুটিরে পান করছিলেন; তিনি তাঁর গোলামদেরকে বললেন, সৈন্য তৈরি করতে বল। তাতে তারা নগরের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করতে লাগল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আহাবের এই উত্তর যখন বেন-হদদের কাছে পৌঁছাল তখন তিনি তাঁর মিত্রপক্ষ ও অন্যান্য রাজাদের সঙ্গে তাঁবুতে বসে মদ্যপান করছিলেন। তিনি তাঁর সেনানায়কদের আদেশ করলেন, সৈন্য সাজাও। তারা তখন নগর আক্রমণের জন্য ব্যুহ রচনা করে আক্রমণের জন্য তৈরী হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 এই উত্তর শ্রবণকালে বিন্হদদ ও অন্য রাজগণ কুটীরে কুটীরে পান করিতেছিলেন; তিনি আপন দাসদিগকে কহিলেন, সৈন্য রচনা কর। তাহাতে তাহারা নগরের বিরুদ্ধে সৈন্য রচনা করিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 বিন্হদদ তখন তাঁবুতে বসে অন্যান্য রাজাদের সঙ্গে দ্রাক্ষারস পান করছিলেন। সে সময় বার্তাবাহকরা রাজা আহাবের কাছ থেকে ফিরে এসে তাঁকে এই খবর দিতে তিনি তাঁর সেনাবাহিনীকে শহর আক্রমণের জন্য প্রস্তুত হতে বললেন। তখন তাঁর লোকরা যুদ্ধ করবার জন্য যে যার নিজের জায়গায় সরে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 বিনহদদের কাছে এই খবর গিয়ে যখন পৌঁছাল তখন তিনি ও অন্যান্য রাজারা তাঁদের তাঁবুতে পান করছিলেন। তিনি তাঁর লোকদের আদেশ দিলেন, “যুদ্ধের জন্য তোমরা তৈরী হও।” কাজেই তারা শহরটা আক্রমণ করবার জন্য তৈরী হল। অধ্যায় দেখুন |