১ রাজাবলি 16:22 - বাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু অম্রির অনুগামীরা গীনতের ছেলে তিবনির অনুগামীদের তুলনায় বেশি শক্তিশালী প্রতিপন্ন হল। তাই তিবনি মারা গেলেন ও অম্রি রাজা হয়ে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কিন্তু অম্রির অনুগামী লোকেরা গীনতের পুত্র তিব্নির অনুগামীদের পরাজিত করলো; আর তিব্নি মারা গেল এবং অম্রি বাদশাহ্ হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আম্রির দলের লোকেরা তিব্নির দলের লোকদের পরাজিত করল। তিব্নি নিহত হলেন এবং আম্রি ইসরায়েলের সিংহাসনে বসলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কিন্তু অম্রির অনুগামী লোকেরা গীনতের পুত্র তিব্নির অনুগামীদিগকে পরাজয় করিল; আর তিব্নি মরিলেন, এবং অম্রি রাজা হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 অম্রির সমর্থকরা বেশী শক্তিশালী হওয়ায় তিব্নি নিহত হলেন এবং অম্রি নতুন রাজা হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কিন্তু অম্রির পক্ষের লোকেরা গীনতের ছেলে তিব্নির পক্ষের লোকদের হারিয়ে দিল। এতে তিব্নি মারা গেল আর অম্রি রাজা হলেন। অধ্যায় দেখুন |