১ যোহন 2:21 - বাংলা সমকালীন সংস্করণ21 তোমরা সত্য জানো না বলে নয়, বরং তোমরা তা জানো বলেই আমি তোমাদের লিখছি। সত্য থেকে কোনো মিথ্যার উদ্ভব হতে পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তোমরা সত্য জান না বলে যে আমি তোমাদেরকে লিখলাম, তা নয়; বরং তোমরা সত্যকে জান এবং এও জান যে, সত্য থেকে কোন মিথ্যা কথা বের থেকে হয় না, তাই তোমাদের কাছে লিখলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সত্য কি তা তোমরা জান না বলে নয়, বরং তোমরা তা জান বলেই এবং মিথ্যা থেকে সত্যের উদ্ভব হতে পারে না এ কথা তোমাদের জানা আছে বলেই এসব বিষয় আমি তোমাদের কাছে লিখলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তোমরা সত্য জান না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম, তাহা নয়; বরং সত্য জান, এবং কোন মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এটা বলার জন্য আমি লিখছি না যে তোমরা সত্য জান না। আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জান; আর এও জান যে সত্য থেকে কখনও কোন মিথ্যার উৎপত্তি হতে পারে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তোমরা সত্যকে জান না বলে যে আমি তোমাদের লিখলাম তা নয়; কিন্তু তোমরা সত্যকে জান এবং কোন মিথ্যা কথা সত্য থেকে হয় না বলেই লিখলাম। অধ্যায় দেখুন |